ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

খামারির ১১টি ভেড়া কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

মুন্সীগঞ্জের মিরকাদিমে একটি ডেইরি ফার্মে রাতের আঁধারে এক খামারির ১১টি ভেড়া কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতের কোনো এক সময় মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

বিসমিল্লা ডেইরি এন্ড ভি ফেটেনিং নামের ওই খামারের শ্রমিক মামুন জানান, বেশ কয়েকদিন ধরে এলাকার কয়েকজন মাদকসেবী খামারে ঢুকে মাদক সেবন করত। লিখনও ছিলো। তাদেরকে বারণ করার পর তিন-চার দিন ধরে আর আসেনি। আজকে সকালে ভেড়াকে খাবার খাওয়াতে গিয়ে ঘরে ঢুকে দেখি রক্তাক্ত অবস্থায় ১১টি ভেড়া পড়ে আছে। 

বিজ্ঞাপন

বিসমিল্লা ডেইরি এন্ড ভি ফেটেনিং মালিক মোহাম্মদ আশিক মোহাম্মদ আশিক জানান, শ্রমিকের মাধ্যমে জানতে পারি আমার খামারের ১১টি ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্ত-কারীরা। 

তিনি আরও জানান, এর মধ্যে তিনটা ভেড়ার বাচ্চা পেটে আছে। আমার খামারে গরু-ছাগল ও মাছের পাশাপাশি ভেড়াও পালন করি। আমার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে সেটাও জানি না। যারা এই অমানবিক কাজ করেছে আমি তাদের বিচার চাই। 

মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোর্শেদ উদ্দিন আহমেদ জানান, কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে। কয়েকটার মধ্যে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, একটি ঘরের মধ্যে ১১টি ভেড়া মরে পড়ে আছে। মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। আমারা অভিযোগের পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |