নোয়াখালীর সেনবাগে বক্স আলী মিয়াজী বাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২য় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর বক্স আলী মিযাজী বাড়ীর সামনে এ খেলা অনুষ্ঠিত হয়।
স্পোর্টিং ক্লাবের সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে ছাত্র নেতা রিয়াদ মিয়াজীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও বেঙ্গল গ্রুপের পরিচালক ফিরোজ আলম টিপু।
এ সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগান, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হক, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম মেম্বারসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিজয় ও আনার আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। রাকিব একাদশ আবদুল্লা একাদশের মধ্যেকার খেলায় রাকিব একাদশ চ্যাম্পিয়ন হয়।