সেনবাগে ট্রাক্টর চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত
নিজ বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার পথে নোয়াখালীর সেনবাগে ট্রাক্টরের চাপায় ছোট ভাই মেহরাজ হোসেন নিহত ও বড় ভাই মেহেদী হোসেন আহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের খলিফা পাড়া-হিরাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত দুজনই চাঁদপুর গ্রামের দুবাই প্রবাসী মো. সবুজের ছেলে।
নিহতের মা জান্নাতুল ফেরদাউস জানান, সকালে ছোট ভাই মেহরাজ হোসেন বড় ভাই মেহেদী হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে নানা বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ভূঁইয়া ব্রিক্সের মাটির ট্রাক্টরের চাপায় দুজনই গুরুতর আহত হন তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বড় ভাই মেহেদী হোসেনকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
খবর পেয়ে সেনবাগ থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাক্টরের চালককে আটক ও ট্টাক্টরকে জব্দ করা করে থানা নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন