ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাছ কাটাকে কেন্দ্র করে চাঁদপুরে ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধান (৫০) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।   

ঘটনাস্থল থেকে বড় ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানিয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে। বিকেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মেয়ে খালেদা বেগম বলেন, আমার বাবা ঢাকায় মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার বাড়িতে আসেন। সকালে আমার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন বাবা গাছ কাটায় বাঁধা দিলে এক পর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথার আঘাত করলে আমার বাবা মাটিতে পড়ে যান।

স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী ও ছেলে মেয়ের চিৎকারে ঘটনাস্থল থেকে এলাকাবাসী আলমগীর হোসেনকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। 

বিজ্ঞাপন

তবে অভিযুক্ত শুক্কুর আলী প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে সবাই চিনেন বলেও জানান স্থানীয়রা।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |