ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:১০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে কুয়াশার কারণে শুক্রবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে শুক্রবার ভোররাত সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |