• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

‘২৭ লাখ টাকা খরচ করেছি, সরকারি কম্বল ছাড়া কিছুই পাইনি’

আরটিভি নিউজ

  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৫
ব্যারিস্টার সুমন
ফাইল ছবি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাড়ে ২৭ লাখ টাকা খরচ করেছি। কিন্তু সরকারি বরাদ্দের ১ হাজার ১০০ কম্বল ছাড়া কিছুই পাইনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমি এখনো ব্যারিস্টারির ইনকাম দিয়ে চলছি। তবে এখন সংসদ সদস্য হওয়ায় লাভ হয়েছে। আগে কোনো মক্কেল এলে ব্যারিস্টার বলে ৫০ হাজার দিত, এখন এমপি বলে ১ লাখ দেয়।

তিনি আরও বলেন, আমি নতুন মানুষ, ফেসবুকে কথা বলি। প্রধানমন্ত্রীও বলেছেন- ‘তুমিতো ফেসবুকের এমপি’। আমাকে আপনারা ফেসবুকের এমপি বলেন। এটাও কিন্তু নেত্রীর কারণেই। আসলে আমি প্রোডাক্ট অব শেখ হাসিনা। কারণ উনি যদি দেশকে ডিজিটাল করতেন, তাহলে আমি ৫-৮ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিপ্লব ঘটাতে পারতাম না।

হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
এক যুবকের সঙ্গে ২ ভাবির পরকীয়া, দেখে ফেলায় দেবর খুন
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, আহত ৪০