ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ , ০২:৪২ পিএম


loading/img
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল সরদার (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেল ওই ইউনিয়নের পাঁচজোনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল সকাল ৮টার দিকে কলেজ বাজার এলাকার একটি দোকান নির্মাণের কাজ করতে আসে। এ সময় ওই দোকানের অভ্যন্তরের একটি বিদ্যুতের তার থেকে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |