ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পাঁচ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:০৭ পিএম


loading/img

নোয়াখালীর বেগমগঞ্জে মো. সুজন (৩৮) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, তাকে উপজেলার গনিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

মো. সুজন উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠসাংয়ের ছেলে।  

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ২০০৯ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হন। এরপর কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে ১৪ বছর পলাতক ছিলেন।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |