বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ প্রতিপাদ্যে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে সন্দ্বীপে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স মাঠে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্ধোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক।
এতে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ অনেকেই।
মেলায় সন্দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।