• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

আন্দোলনে নিহত সাইমনের মাকে ঘর উপহার দিলো ইরামন ফাউন্ডেশন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৩৯
ছবি : আরটিভি

সাইমনের বয়স যখন ২ বছর, তখন তার বাবা মারা যায়। পিতৃহীন সাইমন গত ৪ বছর আগে মাত্র ১০ বছর বয়সে মায়ের দুঃখ কষ্ট লাঘবে কাজের সন্ধানে যায় চট্টগ্রামে। কাজ করতে থাকে মুদি দোকানে, নিয়মিত টাকাও পাঠাতেন মাকে। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দোকান থেকে ফেরার পথে নিহত হয় সন্দ্বীপের হতদরিদ্র মায়ের সন্তান সাইমন।

মাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। সাইমনের বিষয়ে আরটিভিতে সংবাদ প্রচার হলে অনেকের মতো দৃষ্টিগোচর হয় ইরামন ফাউন্ডেশনের। ফাউন্ডেশনের কর্ণধার তার মায়ের পরিবারের খোঁজখবর নেন। শোনেন নিহত সাইমনের মায়ের কষ্টের কথা। মায়ের কথা শুনে ও পারিপার্শ্বিক অবস্থা দেখে বুঝতে পেরেছেন এই মুহূর্তে সাইমনের মায়ের জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা দরকার।

বিষয়টি শুনে ইরামন ফাউন্ডেশন কর্তৃপক্ষের নির্দেশে ঘরটি দ্রুত সম্পন্ন করা হয়। কাজটি তদারকি করেন ফাউন্ডেশন সন্দ্বীপের ভলান্টিয়ার আকবর হোসেন, এম কে মিশন ও মো. রুস্তম। এই ঘরটি নির্মাণে ইরামন ফাউন্ডেশনের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমেরিকা প্রবাসী সাখাওয়াত হোসেন বিপ্লব।

এ বিষয়ে ইরামন ফাউন্ডেশন সন্দ্বীপের ভলান্টিয়ার আকবর হোসেন বলেন, সাইমনের বাড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তাই দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ইরামন ফাউন্ডেশনের কর্ণধার আকবর হায়দার মুন্নার কথামতো দেখতে গেলাম। সাইমনের মায়ের দুঃখ-কষ্টের কথা শুনলাম। তারপর তার জরাজীর্ণ ঘরটি দেখতে গেলাম। বাড়ির উত্তর পাশে পুকুরের এককোণে ঘরটি ত্রিপল দিয়ে ঢাকা।

অবশেষ ইরামন ফাউন্ডেশনের কর্ণধার আকবর হায়দার মুন্নাকে বিষয়টি অবহিত করলে তিনি ঘরটি নতুন করে নির্মাণ করার ব্যবস্থা করেন। ইরামন ফাউন্ডেশন দেশব্যাপী সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্দ্বীপে অস্ত্র-মাদকসহ আটক ৩
সন্দ্বীপে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
উন্মুক্ত সন্দ্বীপ নৌরুট, সাশ্রয়ী হলো নৌযানের ভাড়া
সন্দ্বীপে সাগর থেকে জেলেদের জাল লুট