ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে বাংলা ইশারা ভাষা দিবসে আলোচনা সভা 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:০০ পিএম


loading/img
ছবি : আরটিভি

বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো বাংলা ইশানা ভাষা দিবস। 

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. শরীফ হোসেনসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ক্ষুদে শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |