সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ , ০৪:২৩ পিএম


সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত
ছবি : আরটিভি

সাজেকে ইউপিডিএফের দুসদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে আধা বেলা (সকাল থেকে দুপুর ১২টা) পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন সড়কে এ কর্মসূচি শুরু হয়। সকাল থেকে সংগঠনটির সদস্যরা সাজেক ইউনিয়নের মাচালং ও বাঘাইহাট সড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে।

এর আগে মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রকাশ ও প্রচার বিভাগের প্রধান নিরণ চাকমা জানান, ঘোষিত কর্মসূচি সকাল-সন্ধ্যার পরিবর্তে আধাবেলা (দুপুর ১২টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার সাজেকের মাচালং আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

৪ জানুয়ারি সাজেকের মাচালং ব্রিজপাড়ায় ইউপিডিএফের প্রসীত গ্রুপের দুসদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জেএসএস সন্তু লারমা দলের লোকদের দায়ী করে ইউপিডিএফ। হত্যার দুদিন পর অজ্ঞাতদের আসামি করে সাজেক থানায় মামলা করেছেন দীপায়নের স্ত্রী এশিয়া চাকমা।

সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, পর্যটকদের নিরাপত্তায় সাজেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিরাপদে পর্যটকরা যাতায়াত করছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission