• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩
সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত
ছবি : আরটিভি

সাজেকে ইউপিডিএফের দুসদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে আধা বেলা (সকাল থেকে দুপুর ১২টা) পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন সড়কে এ কর্মসূচি শুরু হয়। সকাল থেকে সংগঠনটির সদস্যরা সাজেক ইউনিয়নের মাচালং ও বাঘাইহাট সড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে।

এর আগে মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রকাশ ও প্রচার বিভাগের প্রধান নিরণ চাকমা জানান, ঘোষিত কর্মসূচি সকাল-সন্ধ্যার পরিবর্তে আধাবেলা (দুপুর ১২টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সাজেকের মাচালং আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

৪ জানুয়ারি সাজেকের মাচালং ব্রিজপাড়ায় ইউপিডিএফের প্রসীত গ্রুপের দুসদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জেএসএস সন্তু লারমা দলের লোকদের দায়ী করে ইউপিডিএফ। হত্যার দুদিন পর অজ্ঞাতদের আসামি করে সাজেক থানায় মামলা করেছেন দীপায়নের স্ত্রী এশিয়া চাকমা।

সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, পর্যটকদের নিরাপত্তায় সাজেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিরাপদে পর্যটকরা যাতায়াত করছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শাহবাগে চিকিৎসকদের অবরোধ, যান চলাচল বন্ধ