২৩ বাংলাদেশিকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করল বিএসএফ
ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ২৩ বাংলাদেশিকে ভারতের মনুবাজার থানায় চোরাকারবারী হিসেবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী-৪ বিজিবির অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
বিজিবির অধিনায়ক জানান, ২৩ বাংলাদেশিকে আটকের বিষয়টি প্রথমে বিএসএফ স্বীকার করেনি। বুধবার তারা স্বীকার করে বলেছে চোরাকারবারী হিসেবে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে আর কিছু করার সুযোগ নেই। আদালতের মাধ্যমে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।
আটকরা হলেন পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২), ইমাম হোসেন (২২)।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নম্বর পিলার সংলগ্ন ফেনীর পূর্ব ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
স্থানীয়রা অভিযোগ করে গণমাধ্যমকে জানান, সোমবার রাতে হঠাৎ পূর্ব ছাগলনাইয়া এলাকার এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে গুঞ্জন শুনে স্থানীয়রা খবর নিতে সীমান্তের কাটাতারের কাছাকাছি যায়। তাৎক্ষণিক হঠাৎ বিএসএফ পুনরায় এগিয়ে এসে বাংলাদেশিদের ধাওয়া শুরু করে। একপর্যায়ে তারা সেখান থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।
মন্তব্য করুন