ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ছোট ভাইকে গলাটিপে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ফরিদপুরে ছোট ভাইকে গলাটিপে হত্যার দায়ে মো. নাজমুল মোল্লা (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. নাজমুল মোল্লা। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নওয়াব আলী মৃধা।

তিনি বলেন, ভাইয়ের হাতে ভাই খুন এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। এ মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে অপরাধীদের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই জেনে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, ২০২০ সালের ১২ জুন সকাল সাড়ে ৮টার দিকে নাজমুল তার ছোট ভাই তামজিদ মোল্লাকে (১৪) ডাক্তার দেখানোর জন্য স্থানীয় রাজধারপুর বাজারে নিয়ে যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তামজিদকে রেখে বড় ভাই নাজমুল বাড়িতে ফিরে আসেন। বাড়ির লোকজন নাজমুলের কাছে ছোটভাই কোথায় জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে স্বজনদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সবাইকে জানায় তিনি তার ছোটভাইকে গলাটিপে হত্যা করে দক্ষিণ চরবাগাটের কালিদাসের পাটক্ষেতের পাশে রেখে এসেছেন। এ ঘটনায় ওইদিন নাজমুলের বাবা মো. অহিদ মোল্লা বাদী হয়ে নাজমুলকে একমাত্র আসামি করে মামলা করেন।

বিজ্ঞাপন

তদন্ত করে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর মধুখালী থানার এসআই তোতা মিয়া নাজমুলকে অভিযুক্ত করে করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |