খাতায় শহীদ মিনার এঁকে ভাষাশহীদদের স্মরণ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তঘেঁষা উপজেলা শিবগঞ্জ। এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৪০টি। যেখানে ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। তবে অনেক বিদ্যালয়েই নেই শহীদ মিনার। ফলে ভাষাশহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এসব শিক্ষার্থীরা।
তবে শহীদ মিনার না থাকা সত্ত্বেও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার কমতি নেই কোমলমতি শিক্ষার্থীদের। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাতায় শহীদ মিনার এঁকে তারা ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছে। অনেক বিদ্যালয়ে প্রতীকী শহীদ মিনার স্থাপন করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মিঠিপুর-জগনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মর্দানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেই শহীদ মিনার। তাই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেনি কোমলমতি শিক্ষার্থীরা। এজন্য শ্রেণিকক্ষে সাদা কাগজে শহীদ মিনার এঁকে দিবসটিকে স্মরণ করছে।
চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আশপাশে কোথাও শহীদ মিনার নেই। স্কুলেও নেই। পাশের বাজারে শহীদ মিনার আছে কিন্তু মহাসড়ক পার হতে হয়। স্কুলের ৪০০ কোমলমতি শিক্ষার্থীর মহাসড়ক পারাপারে সমস্যা হয়। এজন্য স্কুলেই একটি প্রতীকী শহীদ মিনার তৈরি করে ভাষাশহীদদের প্রতি কীভাবে শ্রদ্ধা জানাতে হয় তা শিশুদের দেখিয়েছি।
শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার সিংহ গণমাধ্যমকে জানান, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে মোট ২৪০টি। এরমধ্যে মাত্র ২৫-৩০টি প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। বাকিগুলোতে নেই। আমরা আগামী ১৫ মার্চের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার উদ্যোগ নিয়েছি।
মন্তব্য করুন