ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিয়েবাড়ির সেমাই খেয়ে শিশুসহ হাসপাতালে ৪২ জন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:০১ পিএম


loading/img
ছবি : প্রতীকী

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ে বাড়িতে সেমাই খেয়ে নারী, শিশুসহ ৪২ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মোট ৩২ জন হাসপাতালে ভর্তি আছেন, ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। 

বিজ্ঞাপন

রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল গতকাল বৃহস্পতিবার বিয়ে করেন। আজ সকালে বাড়িতে নতুন বউ দেখতে আসা মেহমানদের নাশতা করানোর জন্য বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই, চিনির সঙ্গে ধান ও সবজিতে ব্যবহৃত থিয়োভিট (ছত্রাকনাশক) কিনে আনেন তিনি। আনার পর বাড়ির নারীরা চিনির বদলে ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। পরে মেহমান সেই সেমাই খেতে দিলে একে একে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৪০ থেকে ৪২ জন অসুস্থ হয়েছেন। তবে, সবাই আশঙ্কামুক্ত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |