• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮
ছবি : আরটিভি

লালমনিরহাটের মোটরসাইকেল চুরির অপবাদ সইতে না পেরে নুর আলম (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর আলম ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুল্লারবাজারে একটি মোটরসাইকেল দেখতে পায়। সেখানে কাউকে না পেয়ে মোটরসাইকেলটি তার বাড়ির সামনে এনে রাখেন। পরদিন রোববার সকালে গাড়ির মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে তার কাছে এসে মিষ্টি খাওয়ানোর কথা বলে পাঁচ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি চায়। এরপর তাকে কৌশলে দুল্লারবাজার কমিউনিটি ক্লিনিকের সামনে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে চুরির অপবাদ সইতে না পেরে অভিমানে ওই যুবক বাজার থেকে বিষ নিয়ে বাড়িতে এসে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করে।

নিহত নুর আলমের স্ত্রী বলেন, আমার স্বামী মোটরসাইকেল রাতে বাজারে পেয়ে বাড়ির সামনে এনে রেখেছিল। সে মোটরসাইকেল চালাতেও পারেনা। আজ সকালে ডেকে নিয়ে চুরির অপবাদে মারধর করা হয়। সেই অপমানে আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ শুনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় স্কুলছাত্রীর আত্মহত্যা 
রাজশাহী কারাগারে বন্দির আত্মহত্যা, কারারক্ষী বরখাস্ত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
অপছন্দের খাবার খেতে বাধ্য করতেন প্রেমিক, পাইলটের ‘আত্মহত্যা’