ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মায়ের ওপর নির্যাতন করায় বাবাকে হত্যা

আরটিভি নিউজ

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , ০৮:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঝালকাঠি মায়ের ওপর নির্যাতন সইতে না পেরে বাবা খলিলুর রহমান হাওলাদারকে (৫৫) পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ছেলে রমজান হাওলাদারের (১৭) বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, রমজান হাওলাদার স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তিন দিন আগে তার খলিলুর রহমান তার মাকে স্ত্রীকে মারধর করেন। মাদ্রাসা থেকে ফিরে রমজান এ বিষয়ে জানতে পারে। এরপর শনিবার রাতে বিষয়টি নিয়ে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রমজান তার বাবা খলিলুরকে পিটিয়ে আহত করে। পরে খলিলুরের ভাই আবদুল কাদের বিষয়টি জানতে পেরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নলছিটিতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে রমজানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |