• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

মায়ের ওপর নির্যাতন করায় বাবাকে হত্যা

আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫
ছবি : সংগৃহীত

ঝালকাঠি মায়ের ওপর নির্যাতন সইতে না পেরে বাবা খলিলুর রহমান হাওলাদারকে (৫৫) পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ছেলে রমজান হাওলাদারের (১৭) বিরুদ্ধে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, রমজান হাওলাদার স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তিন দিন আগে তার খলিলুর রহমান তার মাকে স্ত্রীকে মারধর করেন। মাদ্রাসা থেকে ফিরে রমজান এ বিষয়ে জানতে পারে। এরপর শনিবার রাতে বিষয়টি নিয়ে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রমজান তার বাবা খলিলুরকে পিটিয়ে আহত করে। পরে খলিলুরের ভাই আবদুল কাদের বিষয়টি জানতে পেরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নলছিটিতে পিতাকে হত্যার অভিযোগে ছেলে রমজানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতাকে নির্যাতন, সাবেক অতিরিক্ত ডিআইজির নামে মামলা
আমুসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা এফআইআরের নির্দেশ
নওগাঁয় ২ সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন
মানুষের অধিকার নিয়ে গান তৈরি করে নির্যাতনের শিকার তাবিবের পরিবার