বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিলেন নাইম
গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন নাইম হোসেন হৃদয় নামের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষায় অংশ নেন তিনি।
নাইম হোসেন উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।
নাইম হোসেন হৃদয় বলেন, বাবার ইচ্ছা ছিল আমি বিসিএস ক্যাডার হবো। কিন্তু বাবার সে স্বপ্ন পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যৎ।
জানা যায়, নাইম হোসেন হৃদয়ের বাবা মনিরুজ্জামান মোল্যা সোমবার রাতে স্ট্রোক করে মারা যান। নাইমের পরীক্ষা শেষ হলে মনিরুজ্জামান মোল্যার মরদেহ দাফন করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রসচিব অচিন্ত্য কুমার বিশ্বাস।
তিনি বলেন, শিক্ষার্থী নাইম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন। খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু তিনি সবার সঙ্গে বসে পরীক্ষা দেন।
মন্তব্য করুন