ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আসিফের মৃত্যুতে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মার্চ ২০২৪ , ০৫:১৬ পিএম


loading/img
আরিফুর রহমান আসিফ। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরিফুর রহমান আসিফের বাড়ির নোয়াখালীর সেনবাগে ডমুরুয়া ইউনিয়নের মইশায় পশ্চিম পাড়া কালাম মেম্বার বাড়ি। তিনি ওই বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। তারা ৫ ভাই এর মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ঢাকার শান্তিনগরে একটি গ্রিল ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি হোটেলে কাজ করার জন্য গিয়েছিলেন। 

বিজ্ঞাপন

নিহত আসিফের ফুফাতো ভাই মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বাড়ি আসার পথে আমরা দাফনের প্রস্তুতি নিচ্ছি। খবর পাওয়ার পর থেকে বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

তিনি জানান, নিহতের লাশ ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে বাড়ি আসতাছে। আমরা দাফনের জন্য বাড়ির সামনে তাকিয়া জামে মসজিদের পাশে কবর করা হয়েছে।

বিজ্ঞাপন

শতশত নারী পুরুষ আরিফুর রহমান আসিফকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেছেন। নিহত আসিফের পিতা-মাতা না থাকলেও বাড়ির ও প্রতিবেশীদের আহজারিতে চলছে শোকের মাতম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |