ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খাগড়াছড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

খাগড়াছড়ি প্রতিনিধি

শুক্রবার, ০১ মার্চ ২০২৪ , ১১:৫৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

খাগড়াছড়িতে অস্ত্রসহ দারাছ চন্দ্র চাকমা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গুইমারা থানা পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা থানার ১নং ইউপির নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের রাস্তার ওপর থেকে এস আই আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দারাছ চন্দ্র চাকমা পাহাড়ি আঞ্চলিক সংগঠনের সদস্য। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। দারাছ চন্দ্র চাকমা খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার চাকমা পাড়া এলাকার বাসিন্দা।  

বিজ্ঞাপন

এ বিষয়ে গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে অভিযান অব্যাহত থাকবে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |