খাগড়াছড়িতে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি থানা পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইটে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করে পুলিশ।
এ সময় ছরাফ চাকমা (৩৮) নামে একজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত ছরাফ চাকমা জেলার পানছড়ি উপজেলা সদর যোগেশ্বর পাড়া এলাকার বাসিন্দা আলোকেন্দু চাকমার ছেলে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তাধর প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।