কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজসহ প্রায় ৩ হাজার বিঘা জমির ফসল পুড়ে গেছে। এতে প্রায় শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথর ঘাট মাঠে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে দ্রুত আগুনের লেলিহান শিখা মাঠজুড়ে ছড়াতে থাকে। প্রায় ৫ কিলোমিটার এলাকার জুড়ে মাঠে থাকা পানের বরজসহ বিভিন্ন ফসল ও কয়েকটি বসত বাড়িও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, হঠাৎ দুপুরের দিকে রায়টাঘাট নামক এলাকার মাঠে পানের বরজে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য বরজসহ মাঠজুড়ে।
স্থানীয় ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, আগুনে একশ একর (প্রায় ৩ হাজার বিঘা) জমির বিভিন্ন ফসল পুড়ে যায়। পুড়ে গেছে কয়েকটি বসতবাড়িও। এতে প্রায় এক শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।