ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা মার্কেটের নৈশপ্রহরীকে ছুরিকাঘাত 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ , ০৩:৫২ পিএম


loading/img
ছবি : আরটিভি

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদকে (৬৫) ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মার্কেটের দোকান মালিকরা আহত অবস্থায় নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মার্চ) রাতের কোনো এক সময়ে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়কের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

আহত নৈশপ্রহরী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ারপাচিল গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

মার্কেটের দোকানদার রেজাউল, শহিদুল ও মোস্তফা বলেন, সকালে দোকান খোলার জন্য মার্কেটে এসে দেখা যায় নৈশপ্রহরী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করেছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সুমন কুমার দাস জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

সিরাজগঞ্জের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহত বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদকে হাসপাতালে দেখতে যাই। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |