গোপালগঞ্জে প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ গ্রেপ্তার ৩
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘ভুল চিকিৎসায়’ এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারা যাওয়া ওই প্রসূতির নাম আফরোজা বেগম (২০)।
শুক্রবার (১৫ মার্চ) আফরোজা বেগমের মা মনিকা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন।
এ মামলায় ডা. প্রভাষ মণ্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, আফরোজা বেগমের মা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মণ্ডল, ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. জাহিদ হোসেন রিন্টু, প্রসূতি আফরোজা বেগমের স্বামী জাহিদ খান, শাশুড়ি রানু বেগম ও দেবর শামীম খানকে আসামি করে থানায় মামলা করেন।
এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খানা বাজারের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি আফরোজা বেগমের মৃত্যুর ঘটনা ঘটে। পরে হাসপাতালটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
আফরোজা বেগম উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম খানের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহম্মেদ।
তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারির চেষ্টা চলছে।
মন্তব্য করুন