ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

স্কুল ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মার্চ ২০২৪ , ০৮:৫৩ এএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরে রেজাউল শেখ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামন থেকে তাকে আটক করা হয়। দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রেজাউল শেখকে জেল হাজতে পাঠান হয়।

আটককৃত মো. রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতো বলে সে পুলিশকে জানায়। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠান হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |