ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ মার্চ ২০২৪ , ০৯:৫৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থী শারভিন সুলতানা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামী আসিফ মোর্শেদকে (২৭) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।

সোমবার (২৫ মার্চ) পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ‘গ’ ব্লকের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে শারভিনের মরদেহ উদ্ধার করে। তবে এখনও এর কারণ জানাতে পারেনি পুলিশ।

শারভীন সুলতানা মেহেরপুরের সালদা থানার গাংনী উপজেলার সালদা এলাকার আজিজুল ইসলামের মেয়ে। পাবিপ্রবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি।

এ বিষয়ে ওসি রওশন আলী বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শারভিনের বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে এবং তারা চাইলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |