ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ , ১২:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জরিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়া থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

নিহত জরিনা বেগমের নিজ বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদুর মাইনি এলাকায়। তার স্বামী মো. হাসানের বাড়িও একই এলাকায়। তিনি ওই এলাকার মৃত দীন ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

তারা বর্তমানে রাজানগর ঠান্ডাছড়ি নতুন পাড়ায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

প্রতিবেশীরা জানান, রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছিল। এর জের ধরে হাসান তার স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করে বাইরে থেকে ঘরের তালা মেরে দেয়। পরে ঘরের ভেতরে থাকা তাদের ছোট ছেলে কান্না করলে পাশ্ববর্তী ভাড়াটিয়ারা এসে তালা ভেঙে জরিনার মরদেহ দেখতে পান।

পরে তার স্বামী হাসানকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় জরিনা বেগমের নাক দিয়ে রক্ত বের হচ্ছিলো। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে।’

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |