ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার, গ্রেপ্তার ‌১

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ , ০৫:৪০ পিএম


loading/img
ছবি : আরটিভি

পাবনায় অভিযান চালিয়ে  ১২ কেজি গাঁজাসহ কালু মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কালু মোল্লা পাবনা সদর উপজেলার  জালালপুর গ্রামের আতিয়ার মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, লালমনিরহাট থেকে একজন গাঁজা ব্যবসায়ী তার ব্যবসার মালামাল পৌঁছে দেওয়ার জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১২ কেজি গাঁজা কার্টুন করে পাঠিয়ে ছিলেন। কার্টুনের মধ্যে কসমেটিক সামগ্রী আনা হচ্ছে বলে উল্লেখ করা ছিল। তবে সকালে সেই কার্টুন কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মাদক ব্যবসায়ী কালু মোল্লা। 

এ সময় তাকে সন্দেহ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কার্টুন খুলে দেখেন সেখানে রয়েছে গাজা। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দীর্ঘদিন ধরে কসমেটিক আনার নামে গাঁজা পরিবহন করতেন তারা।  

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামির বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহণের বিষয়টি তদন্ত চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |