চট্টগ্রামে সন্দ্বীপে কুয়ায় ডুবে আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছ। শিশুটি সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ হীরার গো বাড়ির দুবাই প্রবাসী রেজাউল করিম রুবেলের ছোট ছেলে।
নিহত শিশুর চাচা নুরুজ্জামান জনি আরটিভিকে বলেন, আমার চাচাতো ভাইয়ের ছেলে। ঘরের পাশে কুয়া থেকে বিকেল ৪টার দিকে উদ্ধার উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল আরটিভিকে বলেন, দুবাই প্রবাসী রুবেলের দুই ছেলে। ছোট ছেলেটি ডুবে মারা যাওয়ায় পুরো পরিবার শোকাহত।