ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

জাটকা পাচারকালে ২ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

সোমবার, ০১ এপ্রিল ২০২৪ , ০৬:১০ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরে ১৫০ কেজি জাটকা পাচারকালে নুরুল ইসলাম (২০) ও কাদির (১৮) নামের ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১ এপ্রিল) দুপুরে মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। 

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে সোমবার ভোরে তাদেরকে জাটকাসহ গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ও কাদির হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুলাল দর্জির ছেলে।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ফরিদগঞ্জ উপজেলায় ১৫০ কেজি জাটকা পাচার করার সময় নুরুল ইসলাম ও কাদিরকে গ্রেপ্তার করা হয়। 

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |