ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপচালক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ , ১১:৩৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোস্তফা (২৮) নামে পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। ওই ঘটনায় পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা (২৮) ভোলা জেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের রহম আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনে থাকা একটি অজ্ঞাত গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মোস্তফা গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |