চট্টগ্রামের সন্দ্বীপে বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তাহের হারামিয়া ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশাচালক।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে এনাম নাহার মোড়ের পাশে এক বাড়ি থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় আবু তাহের নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তিতে মো. ফয়সাল নামে আরও একজনকে আসামি করা হয়েছে। আসামি ফয়সাল হারামিয়া ৮ নম্বর ওয়ার্ডস্থ সেলিমের নতুন বাড়ির সেলিমের পুত্র। অভিযান পরিচালনা করেন এসআই রমজান আলী।