• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
ছবি : সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাবেয়া বেগম তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।

জানা যায়, মীরগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত চাকায় ওড়না জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাবেয়া। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি মো. মোক্তারুল আলম।

তিনি বলেন, মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ট্রেন থামল স্টেশন পেরিয়ে ২ কিলোমিটার দূরে, এরপর যা ঘটল 
কথা-কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু