আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় জরিমানা গুণতে হলো বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
বিজ্ঞাপন
আম্পায়ার শরফুদৌলার দেয়া এলবিডব্লিউর সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানান সাব্বির। এসময় তিনি আম্পায়ারের উদ্দেশ্যে বাজে মন্তব্যও করেন বলে আইসিসি’র বিবৃতিতে বলা হয়।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অবশ্য সাব্বির তার দোষ স্বীকার করেন। তাই আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
বিজ্ঞাপন
এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেয়া এবং সর্বনিম্ন শাস্তি তিরস্কার।
ডিএইচ/