ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ বাছাই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০১:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ২২৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগ্রেসরা। ৯ বলে মাত্র ৬ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার সোবহানা মোস্তারি। তবে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে রাত তুলতে থাকেন ফারজানা হক।

দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেননি ফারজানা। ৭৮ বলে ৪৭ রান করে আউট হন তিনি। কিন্তু ৫৭ বলে ফিফটি তুলে নেন শারমিন।

বিজ্ঞাপন

ফারজানার বিদায়ের পর নিজেকে ধরে রাখতে পারেননি এই ব্যাটার। ৭৯ বলে ৬৭ রান করে বোল্ড আউট হন শারমিন। এতে ছন্দ হারায় বাংলাদেশ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জ্যোতিও।

আরও পড়ুন

১০ বলে মাত্র ৫ রান করে টাইগ্রেস অধিনায়ক। ১০ বলে ৬ রান করে তার দেখানো পথে হাঁটেন স্বর্ণা আক্তারও। অপর প্রান্ত থেকে দলের হাল ধরার চেষ্টা করেন রিতু মনি। তবে ২৬ বলে ১৫ রান করে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। 

এরপর উইকেটে মিছিলে যোগ দেন ফাহিমা খাতুন ৯ রান এবং জান্নাতুল ফেরদৌস (৪)। শেষ দিকে লড়াই করতে থাকেন নাহিদা আক্তার। ৩৯ বলে ২৫ রান করে ৫০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন তিনি। শেষ পর্যন্ত রাবেয়া খানের অপরাজিত ২৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আলিয়া অ্যালেইন। হেইলি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন চিনেল হেনরি।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |