• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

বিয়েতে রাজি না হওয়ায় বরের দুলাভাইকে হত্যা

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২৪, ২৩:২১
প্রতীকী ছবি

বাগেরহাটে বিয়েতে রাজি না হওয়ায় বরের দুলাভাইকে হত্যার অভিযোগ উঠেছে কনের পরিবারের বিরুদ্ধে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জেলার মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আজিজুল হক (৪৫) খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোন জামাই। মোল্লাহাট উপজেলার আংড়া
গ্রামে শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে মোহাম্মাদ আলী গাজীর ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। এদিন বরপক্ষ কনেকে দেখতে তাদের বাড়িতে যায়। কিন্তু ছেলের মেয়ে পছন্দ না হওয়ায় তারা ফিরে আসারা সময় তাদের ওপর হামলা করে কনে পক্ষ। এতে বরের দুলাভাই আজিজুল নিহত হন।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আমরা আগেই বলেছিলাম ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তে আজ আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন তারা আমাদের ওপর হামলা করেছে। এতে আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এ ঘটনার বিচার চাই।

ঘটনা জানাতে কনেপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
বাগেরহাট হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের প্রমাণ
একাধিক তারকাকে হত্যার হুমকি, আতঙ্কিত বলিউড
জয়কে হত্যাচেষ্টার মামলায় খালাস চেয়ে মাহমুদুর রহমানের আপিলের রায় ১০ ফেব্রুয়ারি