• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে আহত ২, আটক ২

কুষ্টিয়া (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২৪, ০৯:১১
ছবি : আরটিভি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলীর সঙ্গে তার মামাতো ভাই হাশেম কাজির সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। গত জাতীয় নির্বাচনে এরা দুজন দুইপক্ষে কাজ করেছেন।

স্থানীয়রা জানান, এসব নিয়ে বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাশেম কাজি (৪৮) ও ভ্যানচালক রেজাউল ইসলাম (৪০)। এরমধ্যে হাশেম কাজির অবস্থা গুরুতর। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, আতাহার আলীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার লাইসেন্সকৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
আ.লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নববর্ষের অনুষ্ঠানে তরুণ গুলিবিদ্ধ
২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগ নেতাদের অপরাধের বিচারের বছর: চিফ প্রসিকিউটর