• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

খালে ভেসে ‘টর্পেডো’সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক 

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৩০
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি খালে টর্পেডো সদৃশ বস্তু ভেসে এসেছে। বস্তুটি দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম-সংলগ্ন ভাঙা খালে টর্পেডোনামক অস্ত্রটি দেখতে পান এলাকাবাসী।

এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল দিয়ে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। এটি টর্পেডো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টর্পেডো ডুবন্ত থাকে এবং এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচের বিস্ফোরক।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা
অটোভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুরুল হক
পটুয়াখালী-৩ আসনে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির