• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আইইউটির শিক্ষার্থী সাকিবের দাফন সম্পন্ন 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৩:০৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুরে দাফন করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় তার জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজারো মানুষ।

তারা বলছেন, পিকনিকে গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এভাবে যেন আর কোনো বাবা-মার বুক খালি না হয়, তাই এমন আয়োজনে সর্বোচ্চ সতর্কতা নেওয়া উচিত।

শনিবার রাত ১১টার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এর পরে থেকে তার আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠে তার বাড়ির পরিবেশ।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার দ্বিতীয় সন্তান সাকিব। তার একটি বড় বোন আছে। মেধাবী ও নম্র ভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার। সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে।

এর আগে, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩ শিক্ষার্থী নিহত হন।

এদিকে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরটিভি/এএএ/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজে নিহত নড়াইলের ২ জনের দাফন সম্পন্ন
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নানা আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন