• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে ভোট কেন্দ্রগুলো ফাঁকা, ভোটার উপস্থিতি কম

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৩:২৬
চাঁদপুরে ভোট কেন্দ্রগুলো ফাঁকা, ভোটার উপস্থিতি কম
ছবি : আরটিভি

চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার (৮ মে) সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে তেমন কোনো ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ধারণা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এদিকে ভোট গ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত স্টাইকিং ফোর্স, সাদা পোশাকে পুলিশ সদস্য সহ আনসার বাহিনীর সদস্যরা।

দুই উপজেলায় ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। এ ছাড়াও দুই উপজেলায় দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। তাদের একজন মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অপরজন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী।

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কৃষি ফসল ঘরে তোলার কাজ চলছে উপজেলায়। তাই ভোটার উপস্থিতি সকালবেলা কম বলে মনে করেন মতলব দক্ষিণ পৌরসভার মেয়র।

ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করেন মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ