দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের একদিন পর আবার কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বেলা ১১টায় পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বুধবার হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। এ কারণে এখানে সাধারণ ছুটি ছিল। যার ফলে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে।