ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে খুন হলেন আলতাব

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ মে ২০২৪ , ০২:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

ময়মনসিংহে নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আলতাব আলী (৬৫) নামের এক কৃষককে কুপিয়ে খুন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাব আলী একই এলাকার তাহের আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গতরাতে স্থানীয় রাসেল ও মল্লিকের সঙ্গে পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটি ও হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন নিহত আলতাফ আলী। ওই সময় দুই পক্ষের ঘটনাটি দেখতে পেয়ে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান আলতাব আলী। এতে রাসেল পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আলতাফ আলীসহ আরও দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আলতাফ আলীকে মৃত ঘোষণা করে চিকিৎসক।    

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |