শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় রেহানা আকতার (৩৯) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর দামকুড়ার আলিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামীসহ তার নাতি গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, রাজশাহী গোদাগাড়ীর কামারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সারোয়ার জাহান পিটার (৪৭) ও তার নাতি আব্দুলাহ (৩)।
বর্তমানে তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গুরুতর আহত সারোয়ার জাহান পিটার তার স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে রাজশাহীর গোদাগাড়ী নিজ বাড়ি থেকে রাজশাহীর দিকে আসছিলেন। এ সময় আলিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার স্ত্রী রেহানা মারা যান। সঙ্গে থাকা তিন বছরের নাতি আব্দুল্লাহ ও নানা সারোয়ার জাহান পিটার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল বাশার বলেন, ‘নিহত ওই নারীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’