ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের নারী আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ মে ২০২৪ , ১১:২৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় রেহানা আকতার (৩৯) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মে) রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর দামকুড়ার আলিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামীসহ তার নাতি গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, রাজশাহী গোদাগাড়ীর কামারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সারোয়ার জাহান পিটার (৪৭) ও তার নাতি আব্দুলাহ (৩)।

বিজ্ঞাপন

বর্তমানে তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানায়, গুরুতর আহত সারোয়ার জাহান পিটার তার স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে করে রাজশাহীর গোদাগাড়ী নিজ বাড়ি থেকে রাজশাহীর দিকে আসছিলেন। এ সময় আলিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার স্ত্রী রেহানা মারা যান। সঙ্গে থাকা তিন বছরের নাতি আব্দুল্লাহ ও নানা সারোয়ার জাহান পিটার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল বাশার বলেন, ‘নিহত ওই নারীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |