• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রেমালে ঘরের চাল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ মে ২০২৪, ০৯:০৭
রেমালে ঘরের চাল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি : আরটিভি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। গাছ পড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সোমবার সকালে ঘর মেরামতের সময় তীব্র ঝড়ো বাতাসে চাল থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।

নিহতের নাম বাদশা মল্লিক (৬০)। তিনি মিরপুর উপজেলার চিথলিয়া দাসপাড়ার মৃত খবির মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাতাস শুরু হওয়ার পর বৃদ্ধ বাদশা মল্লিক ঘর মেরামতের জন্য চালে ওঠেন। কিন্তু তীব্র বাতাসের প্রভাবে তিনি ঘর থেকে পড়ে গুরুতর আহন হন। একপর্যায়ে তিনি মারা যান।

এ বিষয়ে আবদুর রহমান বলেন, ‘নিহতের পরিবারকে ত্রাণ হিসেবে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
তুচ্ছ ঘটনায় শিবচরে প্রতিবেশীর আঘাতে বৃদ্ধের মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা
নেত্রকোণায় ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু