ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

রেমালে ঘরের চাল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৯:০৭ এএম


loading/img
ছবি : আরটিভি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। গাছ পড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সোমবার সকালে ঘর মেরামতের সময় তীব্র ঝড়ো বাতাসে চাল থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।

নিহতের নাম বাদশা মল্লিক (৬০)। তিনি মিরপুর উপজেলার চিথলিয়া দাসপাড়ার মৃত খবির মল্লিকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাতাস শুরু হওয়ার পর বৃদ্ধ বাদশা মল্লিক ঘর মেরামতের জন্য চালে ওঠেন। কিন্তু তীব্র বাতাসের প্রভাবে তিনি ঘর থেকে পড়ে গুরুতর আহন হন। একপর্যায়ে তিনি মারা যান।

এ বিষয়ে আবদুর রহমান বলেন, ‘নিহতের পরিবারকে ত্রাণ হিসেবে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |