ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

যে কারণে চট্টগ্রামের বিমান ঢাকায় অবতরণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় নেমেছে বিমানটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ মে) শাহ আমানত বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসনিম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অবতরণ করতে না পারায় ফ্লাইটটি রি-শিডিউল করে চট্টগ্রামে আসবে। পাশাপাশি বাংলাদেশ বিমানের আরও একটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট অবতরণ করার কথা থাকলেও তা রি-শিডিউল করা হয়েছে। দুপুরের পর ফ্লাইটটি চট্টগ্রাম আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার দুপুর থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত শুরু হয় এবং রাতে নামে মুষলধারে। সোমবার সারাদিন ঝড়বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বন্দর নগরীতে। মঙ্গলবার দুপুর পর্যন্ত থেমে থেমে হচ্ছে বৃষ্টি।

ঝড়বৃষ্টির কারণে সোমবার অভ্যন্তরীণ নয়টি উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের দুটি, ইউএস বাংলার পাঁচটি, নভো এয়ার এবং এয়ার এস্ট্রার একটি করে ফ্লাইট চট্টগ্রামে আসার কথা থাকলেও সেগুলো আসেনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |