• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কমলগঞ্জে টিলা ধসে নারী চা-শ্রমিক নিহত 

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৪, ০৯:২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের খাসিয়া পুঞ্জি এলাকায় টিলা ধসে এক নারী চা-শ্রমিক নিহত হয়েছেন। তার নাম গীতা কাহার (৩০)।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয়রা জানান, কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক আদমপুর বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি টিলার অংশ ধসে পড়লে মাটিচাপায় গীতা কাহারের মৃত্যু হয়। গীতা কাহার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের শংকর কাহারের মেয়ে। এ সময় গীতার সঙ্গে থাকা একই বাগানের মেঘনাথ বেন বংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কূমরী (২২) আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী।

তারা বলেন, এই চা-শ্রমিকরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলার ইউএনও জয়নাল আবেদীন বলেন, ‘সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্যের সঙ্গে পরকীয়া করতেন স্ত্রী, সন্দেহে খুন করলেন স্বামী
দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
এবার আর আগের মতো ভোট হবে না: সিইসি
ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে দৌড়, এরপর যা ঘটল