বায়োফার্মার সাবেক কর্মকর্তা লস্করের বিরুদ্ধে থানায় জিডি

আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ মে ২০২৪ , ১০:১৪ এএম


বায়োফার্মার সাবেক কর্মকর্তা লস্করের বিরুদ্ধে থানায় জিডি

খুলনার আদালতের গারদে দাঁড়িয়ে বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যাকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটি থেকে চাকরিচ্যুত সাবেক প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরার বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে হাজিরা দিতে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে খুলনা সদর থানায় লস্কর ধীরার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ মে) ডা. লকিয়ত উল্যার পক্ষে জিডির আবেদন করেন বায়োফার্মার কর্মকর্তা মো. মাহামুদুল হাসান। জিডির আবেদন আমলে নিয়ে এসআই (নিরস্ত্র) সুকান্ত দাশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন খাঁন।
 
জিডিতে অভিযোগ করা হয়, খুলনার সোনাডাঙ্গা থানায় করা একটি মামলায় গত ২৫ এপ্রিল বায়োফার্মা লিমিটেডের হেড অব এইচ আরডি ড. গোলাম মাওলা শিমুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে খুলনায় জেল হাজতে পাঠায় পুলিশ। ৩০ এপ্রিল তাকে প্রয়োজনীয় কাপড় পৌঁছে দেওয়া এবং মামলার তদারকি করতে ঢাকা থেকে খুলনায় আসেন বায়োফার্মা লিমিটেডের ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস.এম আরাফাত আনাম পলাশ ও মো. মাহামুদুল হাসান। তারা খুলনার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের গারদ এলাকায় গেলে, সেখানে ওই মামলার অভিযোগকারী বায়োফার্মা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিপিএল হাউজিং থেকে চাকরিচ্যুত সাবেক প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরা তাদের প্রাণনাশের হুমকি দেন। পুলিশের সামনেই হুমকি দিয়ে বলেন, তোদের এখানে আর দেখলে জানে মেরে ফেলবো। খুলনায় আর কোনো দিন আসবি না। আর যদি দেখি পিটিয়ে হাড়-মাংস এক সঙ্গে করে ফেলবো। সুস্থভাবে ঢাকায় ফেরত যেতে দেবো না। তোদের লোকজনকে এখানে দেখতে চাই না। তোদের কোম্পানির এমডি ডা. লকিয়ত উল্যা এই মামলার ১ নম্বর আসামি। সে যেদিনই জামিনের জন্য খুলনা আসবে শুধু একটি বুলেট খরচ করে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবো। তাকে আর বাঁচতে দেয়া যাবে না।’

ডা. লকিয়ত উল্যা খুলনার আদালতে এলে যেকোনো অঘটন ঘটতে পারে আশঙ্কায় পুলিশের সহযোগিতাও কামনা করা হয় জিডির আবেদনে।
 
প্রসঙ্গত, কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় গত ২১ মে বিপিএল হাউজিংয়ের চাকরিচ্যুত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরা বর্তমানে কারাগারে আছেন।
 
এর আগে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত সোয়া ৯ টার দিকে খুলনার প্রেস ক্লাবের সামনে রিমোট কন্ট্রোল বোমার মাধ্যমে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শেখ বেলাল উদ্দিনকে হত্যা করা হয়। শাহাবুদ্দিন লস্কর ধীরা এই মামলার চার্জশিটভুক্ত আসামি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission