ঢাকাবুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১

স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ , ১০:৪৮ এএম


loading/img
ছবি : আরটিভি

স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন। 

বিজ্ঞাপন

এ কে এম গালিভ খাঁন ব্যক্তিগত জীবনে ২০১২ সাল থেকে স্কাউটিংয়ে যুক্ত হন। প্রশাসনিক কার্যক্রমের পরেও তিনি নিয়মিতই সময় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সকল বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তারই পৃষ্ঠপোষকতায়।

বিজ্ঞাপন

বরাবরই স্কাউট আন্দোলনে দক্ষ সংগঠকের ভূমিকায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন। 

বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক গোলাম রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট। ৫২ তম জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় সম্মানসূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |