ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চাঁদপুরের ২ উপজেলায় চলছে ইভিএমে ভোটগ্রহণ 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ০৫ জুন ২০২৪ , ০৯:৫৩ এএম


loading/img
ছবি : আরটিভি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। 

বিজ্ঞাপন

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দুই উপজেলার ২২৮টি কেন্দ্রে প্রথমবরের মতো ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এই দুই উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী। 

এ দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। তবে মহিলা ভোটারের সংখ্যা কিছুটা বেশি।

বিজ্ঞাপন

ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার শেষ সময় পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কাজ শুরু করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |